ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অস্ত্র-বোমাসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, মে ১১, ২০২৫
রাজধানীতে অস্ত্র-বোমাসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ডাকাত দলের গ্রেপ্তার সদস্যরা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- মাসুদ রানা চৌকিদার (৩৮), শাকিল (২১), মামুন (৪০), মো. রাব্বি (২৬), মো. আসাদ মিয়া (৪৫), মো. পলাশ শেখ (৩৭) ও আনোয়ার হেসেন (৪৪)।

শুক্রবার (৯ মে) দিবাগত রাতে ও শনিবার (১০ মে) সকালে যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজ এলাকায় ও ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, ৩৬টি ককটেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংক্রান্ত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, কিশোরগঞ্জ জেলার আনোয়ার হোসেন এবং বরিশাল জেলার পলাশের নেতৃত্বে ১০-১২ জনের একটি ডাকাত দল কোনো একটি স্বর্ণের দোকান ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল শনিবার রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ৭.৬২ এমএম বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মাসুদ রানা চৌকিদার নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে ডিবির আভিযানিক দলটি।

পরবর্তীতে মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে সে ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করে এবং তার দেওয়া তথ্য মতে তার বাসায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় ব্যবহারে প্রস্তুতকৃত ৩৬টি ককটেল উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো এরই মধ্যে বোম্ব ডিজপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে আদালতে উপস্থাপনের জন্য ভিডিও ধারণ করা হয়েছে।

মোহাম্মদ নাসিরুল ইসলাম আরও জানান, গ্রেপ্তার মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাতি পরিকল্পনার অংশ হিসেবে ওই ডাকাত দলের অন্যান্য সহযোগীরা ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে একত্র হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বৌলতলী বাজারের নিউ ডলি জুয়েলার্সে ডাকাতি সংঘটিত করবে।  

অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের লক্ষে আভিযানিক দলটি গ্রেপ্তার মাসুদ চৌকিদারসহ দনিয়া কলেজের সামনে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে সকাল ১০টা দিকে একটি প্রাইভেটকার ও একটি হাইয়েস মাইক্রোবাস যোগে ডাকাত দলের সদস্যরা সেখানে উপস্থিত হয়। আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শাকিল, মামুন, মো. রাব্বি, মো. আসাদ মিয়া নামে চারজনকে গ্রেপ্তার করে এবং তাদের ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করে। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী মো. পলাশ শেখ  এবং আনোয়ার হেসেন ধোলাইপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ পর্যন্ত এ ঘটনায় মোট সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।