ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

জানুয়ারি থেকে এ পর্যন্ত ৮৭ ডাকাত গ্রেপ্তার: ডিবি

স্টাফ করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, মে ১১, ২০২৫
জানুয়ারি থেকে এ পর্যন্ত ৮৭ ডাকাত গ্রেপ্তার: ডিবি

ঢাকা: চলতি বছরের জানুয়ারি মাস থেকে মে মাসের ১১ তারিখ পর্যন্ত ৮৭ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর ফলে ঢাকা ও আশপাশের এলাকায় ডাকাতির ঘটনা অনেকটা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, ডিবি বেশ কিছুদিন ধরে আন্তজেলা ডাকাত দলের বিপক্ষে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বনশ্রীর ডাকাতি ঘটনায় স্বর্ণালংকার উদ্ধার, ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সীমান্ত সম্ভারের ক্রাউন জুয়েলার্সের চুরির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার, ডেমরার ফারদিন জুয়েলার্সে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন ও মালামাল উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার এবং শিল্পী জুয়েলার্সের ডাকাতি ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তার করে মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে ডিবি।

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডিবি ডাকাত চক্রের মোট ৮৭  জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এতে ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি বহুলাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম করতে গিয়ে সারা বাংলাদেশে বেশ কয়েকটি বিশেষ ধরনের ডাকাত চক্রের সন্ধান পায় ডিবি। যাদের মূল লক্ষ্য স্বর্ণের দোকান ডাকাতি করা। এক্ষেত্রে ডাকাতি কার্যক্রম সংঘটনের আগে তারা রেকি করে এবং ডাকাতি কাজে অস্ত্র গোলাবারুদ ব্যবহার করে বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে। ফলে সমগ্র বাংলাদেশের এ ধরনের আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গতিবিধির ওপর ডিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।