ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ২২৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
বেনাপোলে ২২৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে পাচার হয়ে আসা ২ হাজার ২৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে এসব  চা পাতা জব্দ করা হয়।


 
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা পাচার করে নিয়ে আসা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবি ধাওয়া দিলে চোরাকারবারীরা ৫৩টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে, এসব বস্তা থেকে ২ হাজার ২৫০ কেজি চা পাতা জব্দ করা হয়।  
 
জব্দ হওয়া চা পাতার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানায় বিজিবি।  
 
যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, জব্দ করা চা পাতা বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫        
এমজেড   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ