ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৫ বিদেশি মিশনে প্রথম সচিব নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
১৫ বিদেশি মিশনে প্রথম সচিব নিয়োগ

ঢাকা: বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে প্রথম সচিব পদে ১৫ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত্র একটি আদেশ জারি করে।

 

আদেশে প্রথম সচিব পদে মালয়েশিয়ার কুয়ালালামপুরে শিল্প ও শক্তি বিভাগের সদস্যের একান্ত সচিব (পিএস) মো. মশিউর রহমান তালুকদার, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আল আমীন লন্ডনে, কিশোরগঞ্জের কুলিয়ারচরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহা. রফিকুল ইসলামকে সিঙ্গাপুরের প্রথম সচিব পদে নিয়োগ দেওয়া হয়।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. সাখাওয়াৎ হোসেন  কানাডার অটোয়া, ভোলার তজুমদ্দিনের ইউএনও মুহম্মদ কামরুজ্জামানকে সৌদি আরবের জেদ্দা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেয়াজুল হককে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী, কুমিল্লা চান্দিনার ইউএনও শেখ ছালেহ আহাম্মদকে ইতালির রোমে, খাগড়াছড়ির মহালছড়ির ইউএনও মোহাম্মদ আশফাকুল নুমানকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথম সচিব পদে নিয়োগ পেয়েছেন।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শামীম হোসেনকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নূর- এ- মাহবুবা জয়াকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, জামালপুরের এডিসি মো. জহিরুল ইসলাম খানকে কুয়েত, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী নুরুল ইসলামকে  সৌদি আরবের রিয়াদ, বরিশাল সিটি করপোরশেনর সচিব মো. আবু সাঈদকে ওমানের মাস্কট, মৌলভীবাজারের কুলাউড়ার ইউএনও মোহাম্মদ নাজমুল হাসানকে কাতারের দোহা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ রেজাউল করিমকে যুক্তরাজ্যের বার্মিংহামের দ্বিতীয় সচিব নিয়োগ দিয়েছে সরকার।  

এদিকে দীর্ঘদিন ধরে এসব পদে নিয়োগ দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আগে থেকেই রেষারেষি চলছিল। এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।