ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

থার্টিফার্স্টে ঢাকায় হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
থার্টিফার্স্টে ঢাকায় হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা

ঢাকা: বছরের শেষ দিন অর্থাৎ থার্টিফার্স্টে রাজধানী ঢাকায় হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, শহরের হোটেল এবং ক্লাবে হতে পারে নাশকতা।



মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস বিষয়টি জানায়।

যুক্তরাষ্ট্র এর আগেও বিভিন্ন সময় তার দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছিল। তাদের সব শেষ ঘোষণাটি আসে ১০ নভেম্বর।

তবে এখন হঠাৎ করে এই নাশকতার আশঙ্কা এবং তা থেকে সতর্কতা কেন এটি পরিষ্কার করেনি দূতাবাস।

এদিকে, নিরাপত্তার স্বার্থে ওইদিন সন্ধ্যা ৬টার পর রাজধানীর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) নববর্ষ উপলক্ষে নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা জানিয়েছেন।

শুধু তাই নয় থার্টিফার্স্টে সারাদেশের সব বার-ক্লাব ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
জেপি/আইএ

** থার্টিফার্স্টের সন্ধ্যা থেকে বার-ক্লাব, ডিজে পার্টি বন্ধ
** থার্টিফার্স্টের সন্ধ্যা থেকে বার-ক্লাব বন্ধ
** নববর্ষে রাজধানীতে নিয়ন্ত্রণমূলক ট্রাফিক ব্যবস্থা
**‘ থার্টি ফার্স্টে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।