ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাড়ে ৪ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
সাড়ে ৪ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া- কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়।

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া- কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফেরিগুলো চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিওটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

শীতের সময় ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিন সকালেই দুই-তিন ঘণ্টা ফেরি বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে এই রুটে ১৪টি ফেরি সচল রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ