ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। 

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।

 

এখানে মোট ১৫টি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা ৩০টি।  

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে দেখা যায়, ভোটারদের সরব উপস্থিতি। নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৮৫, মহিলা ভোটার ৪৮৫।  

নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ১৫টি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ।  

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের প্রিজাইডিং অফিসার পরীতি চন্দ্র দেবনাথ জানান, বেলা সাড়ে ১১টার পর থেকে ভোটার উপস্থিতি বেড়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ