ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে হাবিবুর রহমান হাবু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে হাবিবুর রহমান হাবু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার বেলতৈল ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবু ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শ্রীফলতলা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ গংয়ের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমান গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বিবদমান ওই জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে হাবিবুর রহমান হাবুসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে হাবিবুরের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে মারা যান তিনি।

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ