ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেআইবির নতুন কমিটির শপথ

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
কেআইবির নতুন কমিটির শপথ সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি কেআইবি অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২০১৭-১৮ মেয়াদের নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন।

কমিটির সভাপতি এ এম এম সালেহ ও মহাসচিব মো. খায়রুল আলম প্রিন্সসহ নবনির্বাচিত কমিটির ৩৫ জন সদস্য শপথ গ্রহণ করেন।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর খামারবাড়ি কেআইবি অডিটোরিয়ামে  এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

তাদের শপথ পাঠ করান কেআইবির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। শপথ শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন বিদায়ী সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী নেতৃত্ব কেআইবিকে গবেষণা, প্রশিক্ষণ ও শিক্ষার জন্য একটি আদর্শ ক্ষেত্র তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে।  

অনুষ্ঠানে কেআইবির বর্তমান সহ-সভাপতি ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, চৈতন্য কুমার দাস, দপ্তর সম্পাদক এম এম মিজানুর রহমান, সদস্য প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, সমীর চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

শপথ শেষে কেআইবি অডিটোরিয়ামে বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।