ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সঠিক সময়ে সরকার শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
সঠিক সময়ে সরকার শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন

সাভার, ঢাকা: সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেছেন, বর্তমান সরকার সঠিক সময়ে সাফল্যের সঙ্গে প্রতিটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছে।

সরকারের এই উদ্যোগ শিক্ষার হারে যেমন অবদান রাখছে, তেমনি দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনছে।

রোববার (০১ জানুয়ারি ) সকালে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

এ বছর সাভার উপজেলায় বিনামূল্যে প্রায় ২৪ লক্ষাধিক বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

বই বিতরণকালে উপস্থিত ছিলেন-উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহারিয়ার মেনজিস, সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমির্টির সভাপতি মো. নজরুল ইসলাম মানিক মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।