ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
শিবগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

রোববার (০১ জানুয়ারি) দুপুরে উপজেলার মহদীপুর বেড়ীবাধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার দক্ষিণ উজিরপুরের মৃত আবদুর রহিমের ছেলে মেসের আলী (২২) ও পারকালুপুর গ্রামের আবদুর রহিমের ছেলে কবির উদ্দিন (৩৭)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর মহদীপুর বেড়ীবাধ এলাকায় অভিযান চালানো হয়। ‌অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মেসেরকে আটক করা হয়। পরে তার তথ্যমতে কবিরের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ কবিরকে আটক করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ‍জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ