ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন আনিসুল হক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
প্রধানমন্ত্রীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন আনিসুল হক প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আনিসুল হক

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।
 

রোববার (০১ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীকে প্রথম ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র।
 
আনিসুল হক ঢাকা মহানগরীর বাসিন্দাদের পক্ষ থেকে সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।

এরপর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।  

সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন শেষে গণভবনে পৌঁছে প্রধানমন্ত্রী সর্বপ্রথম ঢাকা উত্তরের মেয়রের শুভেচ্ছা গ্রহণ করেন এবং মেয়রের মাধ্যমে ঢাকা মহানগরীর বাসিন্দা সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ