ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
গোপালগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ কাকন মৃধা (৩৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
 

রোববার (১ জানুয়‍ারি) দিনগত রাত সোয়া ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার বুজুর্বোকোন বাজার থেকে তাকে আটক করা হয়।

কাকন মৃধার বাড়ি উপজেলার উত্তরপাড়া গ্রামে।

তিনি উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য।
 
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, উপজেলার বুজুর্বোকোন বাজারে মাদকদ্রব্য বেচা-কেনা হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কাকন মৃধাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
এ ব্যাপারে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।