ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
না.গঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ 

ঢাকা: পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের পাগলা নয়ামাটি এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী ফেরদৌসি বেগম সাবিহাকে (৩০) হত্যার অভিযোগ ওঠেছে স্বামী নিজাম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয়ের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে সাবিহাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

নিহতের ভাই জহির বাংলানিউজকে জানান, কলহের জের ধরে স্বামী তার বোনকে কুপিয়ে জখম করেছেন। খবর পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।  

নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।