ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে মাটিভর্তি ট্রলির ধাক্কায় হাদিল শরীফ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাদিল শরীফ কাশিয়ানী উপজেলার ছোট বাহিরবাগ গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে রইজ শরীফ বাংলানিউজকে জানান, সকালে ধলগ্রাম এলাকায় মাটিভর্তি একটি ট্রলি পেছন থেকে হাদিল শরীফকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।