ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে থেমে থেমে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে থেমে থেমে যানজট বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে থেমে থেমে যানজট

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সেতুর ওপর পৃথক সড়ক দুর্ঘটনার কারণে সেতুর গোলচত্বর থেকে কড্ডার মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট দেখা দিচ্ছে। দুপুর দেড়টার দিকে মহাসড়কের একটি লেনে যানজটের সৃষ্টি হয়।

তবে ঢাকা-উত্তরাঞ্চল লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সোহেল রানা বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে সেতুর ৪৫নং পিলারের কাছে বাস-ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের পেছনে থাকা আরো ছয়টি ট্রাকের সঙ্গে পরপর সংঘর্ষ হয়। এরফলে সেতুর পশ্চিম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় একঘণ্টা পর দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে ফেলে সেতু কর্তৃপক্ষ।  

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে থেমে থেমে যানজট

এরপর যান চলাচল স্বাভাবিক হলে বেলা ১১টার দিকে সেতুর ৭নং পিলারের কাছে আবারো বাস-ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঢাকামুখী লেন দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সেতু কর্তৃপক্ষ ট্রাক সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর মহাসড়ক স্বাভাবিক হলেও থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।