ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
কোম্পানীগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নুর উদ্দিন প্রকাশ ফুল মিয়া (২৬) নামে সিএনজি অটোরিকশার এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুর উদ্দিন চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড গুচ্ছগ্রাম এলাকার নুরনবীর ছেলে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন গুচ্ছগ্রাম এলাকায় নদীর পাড়ে নুর উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখে কোম্পানীগঞ্জ থানায় সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত নুর উদ্দিনের একটি চোখ উপড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার সকালে নুর উদ্দিনের মা নুরজাহান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ডাকাত সর্দার জুলুম বাদশাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

তিনি আরো জানান, ডাকাত সর্দার জুলুম বাদশার সঙ্গে নুর উদ্দিনের সম্পৃক্ততা ছিল।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।