ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাবি আদায়ে আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
দাবি আদায়ে আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা অনশন করছেন শিক্ষকেরা-ছবি-মুজিবুর রহমান

ঢাকা: এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন থেকে সরবেন না নন-এমপিও শিক্ষা প্র্রতিষ্ঠানের শিক্ষকরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে চুতর্থ দিনের মতো অনশন করছেন সারাদেশ থেকে আসা কয়েকশ শিক্ষক।

সন্ধ্যায়ও তাদের প্রেসক্লাবের সামনের সড়কে বসে দাবি জানাতে দেখা গেছে।

রাতেও তারা এখানেই থাকবেন বলে জানান।

শিক্ষক-কর্মচারীরা সবশেষ তাদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, রোববার (৩১ ডিসেম্বর) থেকে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করবেন তারা।

আন্দোলনরত শিক্ষকরা জানান, এর আগে তারা জেলা, বিভাগ ও ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করলেও দাবি পূরণ হয়নি। বিভিন্ন আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তাই, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।  

দেশে স্বীকৃতিপ্রাপ্ত ৫ হাজারের মতো নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যাতে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১ লাখের বেশি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে ২০ লাখের বেশি শিক্ষার্থী রয়েছেন। অনেকেই ১৫-২০ বছর বিনা বেতনে কাজ করে মানবেতর জীবনযাপন করছেন।

সংগঠনটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন,  তাদের অনশন কমসূচি চলবে। এবার কোনো আশ্বাসে তারা ফিরবেন না। এমপিওভুক্ত করা ছাড়া প্রেসক্লাবের সামনের সড়ক থেকে তাদের কেউ সরাতে পারবে না।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ