ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাহুবলে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
বাহুবলে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে বালি বোঝাই মিনি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চম্পা আক্তার (২৮) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চম্পা আক্তার নরসিংদী জেলার রায়পুর গ্রামের বাবুল শিকদারের স্ত্রী।

তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহরম আলী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় কামাইছড়া এলাকায় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে একটি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী চম্পা আক্তার ঘটনাস্থলেই মারা যান।

আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ