ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পর্যটক হত্যার ঘটনায় দুই ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
পর্যটক হত্যার ঘটনায় দুই ছিনতাইকারী আটক আটক মো. রফিকের সাইফুল ইসলাম ও মো. খায়ের হোসেন

কক্সবাজার: কক্সবাজার শহরের জাম্বুর মোড়ে আবু তাহের নামে এক পর্যটককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দুই ছিনতাইকরীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটক ছিনতাইকারীরা হলেন- সদর উপজেলার ঝিলংজা ইউপি’র হাজীপাড়ার মো. রফিকের সাইফুল ইসলাম (১৬) ও মো. শরীফ হোসেনের ছেলে মো. খায়ের হোসেন (১৭)।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে হাজীপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাজ থেকে নিহত পর্যটকের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ও  নিহতের এক ভাই আটকদের শনাক্ত করেছেন। ছিনতাইয়ের কাজে বাধা দেওয়ায় পর্যটক সাগরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে সাইফুল ও খায়ের।

শনিবার রাত ১টায় র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
টিটি/আরআইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।