ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
রাজধানীতে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক র‌্যাবের জালে আটক অস্ত্র ব্যবসায়ী রুবেল। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে পাঁচটি রিভলবার ও ১০ রাউন্ড গুলিসহ রুবেল মিয়া (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি রবিউল ইসলাম।  

তিনি জানান, শনিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে তেজগাঁও গভর্মেন্ট প্রিন্টি প্রেস কার্যালয়ের সামনে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছিল।

এ সময় রুবেলের পরিচয় জিজ্ঞাসা করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে পাঁচটি রিভলবার ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রুবেল এসব অস্ত্র-গুলি বিক্রয়ের জন্য সুনামগঞ্জ থেকে ঢাকায় নিয়ে এসেছে বলেও জানান এএসপি রবিউল।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।