ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌগাছায় নির্মাণাধীন খাদ্য গুদামের ছাদ ধসে আহত ৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
চৌগাছায় নির্মাণাধীন খাদ্য গুদামের ছাদ ধসে আহত ৩০ নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৩০জনের মতো শ্রমিক আহত হন। ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের চৌগাছায় নির্মাণাধীন উপজেলা খাদ্য গুদামের ছাদ ধসে কমপক্ষে ৩০ শ্রমিক আহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

আহত শ্রমিকরা হলেন-মুকুল (২৫), আল আমীন (২২), হরিপদ (২০), কৃষ্ণ (৪৫), সেলিম (২৬), আবুল কাশেম (২৩), জনি (৩০), ইমান আলী (২৬), শফি (২১), ইকবাল (২৭), মজনু (২৭), আব্দুর রউফ (২৫), রফিকুল (২৭), আব্দুল (২৭), আজিজুর (৩২), তবিবর (২৬), আনিছুর (৩৪), কানাই (২৪)।

আহতদের মধ্যে ১৮ জনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

শ্রমিকরা জানান, রোববার দিনভর প্রায় ৯ হাজার বর্গফুটের এই ছাদ ও বিমের ঢালাই চলে। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় তিন হাজার বর্গফুটের ঢালাই শেষ হয়। ঢালাই শেষে উপরে থাকা শ্রমিকরা নামার সময় হঠাৎ ছাদটি ধসে পড়ে।  

এতে পঞ্চাশের বেশি শ্রমিক আহত হন বলে জানান শ্রমিকদের সর্দার মোহাম্মদ আলী।  

চৌগাছা উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা কার্তিক দেবনাথ বাংলানিউজকে জানান, ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। তবে কাজ শেষে নির্মাণাধীন ছাদ ধসে পড়েছে।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভীন বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
ইউজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।