ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাটারায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
ভাটারায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঢাকা: রাজধানীর ভাটারায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয়ে (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার পুলিশ কনস্টেবল রহুল আমিন বাংলানিউজকে জানান, ভাটারা নতুন বাজার এলাকায় অজ্ঞাতপরিচয়ে এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় আহত হন।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।

বৃদ্ধের পরনে চেক লুঙ্গি ও শার্ট ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।