ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
মধুপুরে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় বিদায়ী বছর ও নতুন বছরের শুভেচ্ছা স্বরূপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু পরিষদের পক্ষ থেকে  শহরের অসহায় দারিদ্রদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন।  

তিনি ময়মনসিংহ সড়কের চাড়ালজানী থেকে দুই পাশে অবস্থান করা দরিদ্রদের মধ্যে এ শীত বস্ত্র বিতরণ হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলাল, সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান ছরোয়ার আলম খান জানান, প্রতি বছরের ন্যায় এবারও গরিব দুঃখিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শতাধিক লোকের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।