ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোহেল রানার বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
সোহেল রানার বিরুদ্ধে দুদকের মামলা সোহেল রানা/ ফাইল ছবি

সাভার (ঢাকা): অসাধু উপায়ে ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকা উপার্জনের অপরাধে সাভার মডেল থানায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে  দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০১ জানুয়ারি) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে রোববার রাতে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা নম্বর ৬৮।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ