ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
কালীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক গাঁজাসহ আটক আজিজুল ইসলাম

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ আজিজুল ইসলাম (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি ভোতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর গ্রামের আবু তালেবের ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে খামারভাতি ভোতলা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী আজিজুলকে আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়।  

তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।