ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
কালকিনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় নেছার উদ্দিন (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাইজপাড়া বাঁশতলা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নেছার উদ্দিন কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম বনগ্রাম এলাকার আহম্মদ তালুকদারের ছেলে।

তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে জানান, সন্ধ্যায় নেছার উদ্দিন মোটরসাইকেলে করে মাইজপাড়া থেকে কালকিনি সদরে যাচ্ছিলেন। এসময় বাঁশতলা চৌরাস্তায় একটি নসিমন গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।