ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
গোপালগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে ইসমাইল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তুহিন শেখ (২৪) নামে আরেক যুবক।

সোমবার (১ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল ওই এলাকার মান্নু শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে জানান, ইসমাইল ও তুহিন রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসতে থাকা ঢাকামুখী মাছবাহী ট্রাকটি একটি বাসকে সাইড দিতে গিয়ে উল্টে যায়।  

এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইসমাইল শেখ মারা যান। তুহিন শেখকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।  

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।