ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে অপহৃত এমএলএম কর্মী উদ্ধার, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
মৌলভীবাজারে অপহৃত এমএলএম কর্মী উদ্ধার, আটক ৪ আব্দুস সালাম

মৌলভীবাজার: মৌলভীবাজার শহর থেকে অপহৃত আব্দুস সালাম (২৫) নামে এক মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কর্মীকে উদ্ধার এবং অপহরণের দায়ে তার চার সহকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সামন থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে দুপুরে তাকে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে অপহরণ করা হয়।

সালাম মৌলভীবাজার পৌরসভার কাজিরগাঁও এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি এমএলএম কোম্পানি 'রিচ বিজনেস সিস্টেম ' এ কাজ করেন।

এ ঘটনায় আটকরা হলেন- রিচ বিজনেস সিস্টেমের মৌলভীবাজার অফিসের প্রধান মো. তানভীর হোসেন এবং তার বিজনেস গ্রুপের সদস্য রিংকু, সাগর ও অনিক।

সালাম বাংলানিউজকে জানান, দুপুরে তানভীর হোসেন তার দলের কর্মী হাসানকে দিয়ে তাকে ফোন করে অফিসে ডেকে নেন। পরে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের দায় দিয়ে তানভীরসহ ১০ থেকে ১২ জন কর্মী অফিসের দরজা বন্ধ করে তাকে মারধর ও নির্যাতন করেন। এরপর গাড়িতে করে শ্রীমঙ্গল নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে গিয়ে তার পরিবারের কাছে টাকা দাবি করেন তারা। একপর্যায়ে প্রস্রাব করার কথা বলে সালাম পালিয়ে গিয়ে শ্রীমঙ্গল থানায় আশ্রয় নেন। পরে পুলিশ জড়িতদের আটক করে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ