ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মনোয়ারা বেগম (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৩ জানুয়ারি) সকাল ১১টায় শহরের পশ্চিম মেড্ডা এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার শরীফ উদ্দিনের স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো মনোয়ারার। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই আত্মহত্যা করেছেন তিনি।

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।