ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মন্ত্রিসভায় আবারো রদবদল হ‌চ্ছে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
মন্ত্রিসভায় আবারো রদবদল হ‌চ্ছে!

ঢাকা: বর্তমান সরকা‌রের শেষ সম‌য়ে এ‌সে ম‌ন্ত্রিসভায় আবারো রদবদ‌লের খবর পাওয়া যা‌চ্ছে। এরই ম‌ধ্যে বেসাম‌রিক বিমান প‌রিবহন ও পর্যটন মন্ত্রণাল‌য়ের মন্ত্রী রা‌শেদ খান মেনন‌কে স‌রি‌য়ে সদ্য শপথ নেওয়া এ কে এম শাহজাহান কামাল‌কে ওই মন্ত্রণাল‌য়ের মন্ত্রী করা হ‌য়ে‌ছে।

ত‌বে রা‌শেদ খান মেনন‌কে কোন মন্ত্রণাল‌য়ে দেওয়া হ‌চ্ছে তা নি‌শ্চিত না হ‌লেও গুঞ্জন র‌য়ে‌ছে সমাজকল্যাণ মন্ত্রণাল‌য়ে দেওয়ার বিষ‌য়ে।

গুঞ্জন র‌য়ে‌ছে প‌রি‌বেশ ও বন মন্ত্রণাল‌য়ের মন্ত্রী এবং পা‌নি সম্পদ মন্ত্রীর দফতরও পরিবর্তন হ‌তে পা‌রে।

ই‌তোম‌ধ্যে প্র‌তিমন্ত্রী হি‌সেবে শপথ নেওয়া কাজী কেরামত আলী শিক্ষা প্র‌তিমন্ত্রীর দা‌য়িত্ব পাওয়ার কথা জানা‌লেও এই মন্ত্রণাল‌য়ের কা‌রিগ‌রি ও মাদ্রাসা শিক্ষা বিভা‌গের প্র‌তিমন্ত্রীর দা‌য়িত্ব দেওয়া হ‌তে পা‌রে।

এরআ‌গে মঙ্গলবার (০২ জানুয়ারি) সরকা‌রের ম‌ন্ত্রিসভায় শপথ নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্র‌তিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ পূর্ণমন্ত্রী হি‌সে‌বে, নতুন মন্ত্রী হি‌সে‌বে শপথ নেন এ কে এম শাহজাহান কামাল, মোস্তাফা জব্বার ও প্র‌তিমন্ত্রী হি‌সে‌বে কাজী কেরামত আলী।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়া‌রি ০৩, ২০১৭
এমআইএইচ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।