ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১। ছবি : বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে নসিমন চাপায় কামাল মিয়া (৫০) নামে এক ঔষধ বিক্রেতা নিহত হয়েছেন।

বুধবার (২৬ ডিসেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা মাদ্রাসা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কামাল কাশিয়ানী উপজেলার বোয়ালিয়া বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন।

 এ সময় চাপতা মাদ্রাসা নামক স্থানে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক মালবাহী একটি নসিমনকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি কামালের সাইকেলের ওপর গিয়ে পড়ে। এতে চাপা পড়ে কামাল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

নিহত কামাল মিয়া কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মৃত হিরু মিয়ার ছেলে। তিনি বিভিন্ন স্থানে ঔষধ ফেরি করতেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এমএমইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।