ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ জাতিসংঘ মহাসটিব অ্যান্তোনিও গুতেরেস

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত পরিবেশে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ নির্বাচনে সব বাংলাদেশি নাগরিক, সংখ্যালঘু সম্প্রদায় ও নারীদের নিরাপদে ভোটগ্রহণে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান মহাসচিব।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত পরিবেশে যাতে হতে পারে, সেজন্য সংশ্লিষ্ট সবপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আশা করেছেন, এ নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অন্তর্ভূক্তিমূলক হবে।

নির্বাচনে সব বাংলাদেশি নাগরিক, সংখ্যালঘু সম্প্রদায় ও নারীদের নিরাপদে ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্ট পক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মহাসচিব। একই সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক ও সুশীল সমাজকে পুরোপুরি সহযোগিতা দেওয়ার জন্য অনুরোধ করেছেন। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জাতিসংঘ সহযোগিতা দিয়ে যাবে বলে পুনব্যক্ত করেছেন মহাসচিব।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।