ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গণভবনে বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিকরা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
গণভবনে বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিকরা 

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময়ের জন্য গণভবনে গেছেন বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা।  

সোমবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বাঙ্কুয়েট হলে এ মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।  

সভায় অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম ও সদস্য গওহর রিজভী প্রমুখ।

 

রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ জয়ে পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। আর বিএনপি জোট নির্বাচনে পেয়েছে মাত্র সাতটি আসন।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এমইউএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।