ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় তালহা (০৭) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে জাঙ্গালিয়া পৌরসভার বাঘানগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

তার বাবা মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, তালহা তার নানার বাড়ি কুতুবপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে বেড়াতে যায় সকালে। বিকেলে বাড়ি ফেরার পথে জাঙ্গালিয়া স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল হক বাংলানিউজকে বলেন, শিশুটিকে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ