ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাহাঙ্গীর হোসেন (৪৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। জাহাঙ্গীর পেশায় অটোরিকশা চালক।

এলাকাবাসীর বরাদ দিয়ে ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ভুক্তভোগী শিশুটির বাবা অসুস্থ। তার মা ছাপা কারখানায় কাজ করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তিনি শিশুটিকে বাড়িতে রেখে কর্মস্থলে যান। দুপরের দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। সে সময় অটোরিকশা চালক জাহাঙ্গীর শিশুটিকে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ভয়ে চিৎকার করে উঠলে আশপাশের লোকজন গিয়ে জাহাঙ্গীরকে আটক করে।

পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর মডেল থানার পরির্দশক (অপারেশন) আব্দুল হাই জানান, ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ