ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ৫ জুয়াড়ি আটক

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, জানুয়ারি ১৪, ২০২১
আশুলিয়ায় ৫ জুয়াড়ি আটক আটক পাঁচজন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‌্যাব-৪ কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।

আটক পাঁচজন হলেন- আব্দুল ওহাব (৩৩), মোসলে উদ্দিন রানা (৩৫), মো. শহিদুল হক (৩২), বজলু (৩৩) ও মো. সিরাজুল (৪২)।


বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় কিছু অসাধু লোক জুয়া খেলার আয়োজন করে যুব সমাজকে নষ্ট করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ওই পাঁচ জনকে আটক করা হয়। সেই সঙ্গে জুয়া খেলার প্লেইং কার্ড, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।