ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ফের শৈত্যপ্রবাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, জানুয়ারি ১৫, ২০২১
চুয়াডাঙ্গায় ফের শৈত্যপ্রবাহ বাংলানিউজ ফাইল ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত কয়েকদিনের তুলনায় ফের কমতে শুরু করেছে তাপমাত্রা। ফলে আবারও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জেলার ওপর দিয়ে।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সপ্তাহখানেক পর আবারও এক অংকে নেমেছে তাপমাত্রার পারদ।  

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বাংলানিউজকে বলেন,  তাপমাত্রা কমে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরও কমতে পারে। আগামী কয়দিন এ ধরনের আবহাওয়া বিরাজ করবে।  

এদিকে শীতের দাপটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। প্রচণ্ড ঠাণ্ডায় সময় মতো কাজে যেতে পারছেন না তারা।

** দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ফের শৈত্য প্রবাহ 
** চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।