ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৮, জানুয়ারি ১৬, ২০২১
বরিশালে গৃহবধূর মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশাল নগরের হাসপাতাল রোড এলাকা থেকে তুলি শিমলাই (২৬) এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তুলি শিমলাই বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৯ নম্বর ওয়ার্ড রাখাল বাবুর পুকুর সংলগ্ন ফটোকপির দোকান মালিক রিপন সরখেলের স্ত্রী।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে ওই এলাকার মান্নান মঞ্জিলের নিচতলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওই গৃহবধূর স্বামী রিপন সরখেল জানান, ঘরে ফিরে এসে দেখি আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আমার সঙ্গে তার কােনো ঝগড়া ছিল না। কিন্তু কী কারণে আত্মহত্যা করছে বুঝতে পারছি না।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, জানুয়া‌রি ১৬, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।