ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুকে নিয়ে সেমিনারে বক্তব্য দেবেন অমর্ত্য সেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, জানুয়ারি ১৬, ২০২১
বঙ্গবন্ধুকে নিয়ে সেমিনারে বক্তব্য দেবেন অমর্ত্য সেন

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য রাখবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আগামী ২৭ জানুয়ারি লন্ডনে আয়োজিত ‘বঙ্গবন্ধু অ্যান্ড ভিশনস অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি বক্তব্য রাখবেন।

লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের সাউথ এশিয়া সেন্টার ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে। ভার্চ্যুয়ালি আয়োজিত এ সেমিনারে আরও বক্তব্য রাখবেন- সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রহমান সোবহান, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের সাউথ এশিয়া সেন্টারের পরিচালক ডেম মিনোচে শফিক ও অধ্যাপক আলনুর ভিমানি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।