ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

খুলনার ময়লাপোতায় সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জানুয়ারি ১৭, ২০২১
খুলনার ময়লাপোতায় সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

খুলনা: খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় এলাকার সড়কের দুই পাশে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি।

রোববার (১৭ জানুয়ারি)  দুপুরে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন রোডস অ্যান্ড হাইওয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস।

উচ্ছেদ অভিযানের শুরুতে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন রোডস অ্যান্ড হাইওয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় ও উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার পারভেজ।

মহানগরীর বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়) থেকে গল্লামারী হয়ে জিরোপয়েন্ট পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।

এ বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস বলেন, শেরে বাংলা রোড চার লেনে উন্নতিকরণ প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। কিন্তু অবৈধ দখলদার উচ্ছেদ ছাড়া ময়লাপোতা মোড়ে এ প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করা যাচ্ছে না। তাই এ উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে ৯ থেকে ১০টা দোকান, সান্ধ্য বাজার ও খুলনা হোমিওপ্যাথিক হাসপাতাল ও কলেজের কিছু অংশ উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে শাহাজাহান ফার্মেসি ভবন অপসারণে ২৪ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এমআরএম/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।