ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩১ মার্চ) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৩৪৭ পিস ইয়াবা, ১১৬ গ্রাম ১০ পুরিয়া হেরোইন ও ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এমএমআই/ওএইচ/