টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে গভীররাতে ঘরে প্রবেশ করে মাকে বেঁধে রেখে শিশু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলা শোলাপ্রতিমা এলাকার ট্রাক চালক আছর উদ্দিনের ঘরে প্রবেশ করে দুবৃর্ত্তরা তার স্ত্রী কল্পনা আক্তারের মুখ বেঁধে আড়াই মাসের শিশু জোনায়েদকে ছিনতাই করে পালিয়ে যায়।
জানা যায়, উপজেলার শোলা প্রতিমা গ্রামের ট্রাক চালক আছর উদ্দিন ঘটনার দিন রাতে বাড়িতে ছিলেন না। স্ত্রী কল্পনা আক্তার ওই শিশু সন্তানসহ দুই সন্তানকে নিয়ে রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে সিঁধ কেটে ঘরে ঢোকে দুইজন দুর্বৃত্ত। এসময় কল্পনা দুর্বৃত্তদের দেখে চিৎকার করে ওঠেন। পরে দুর্বৃত্তরা কল্পনার মুখে গামছা দিয়ে বেঁধে আড়াই মাসের শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যায়।
শিশুর মা কল্পনা আক্তার বাংলানিউজকে জানান, তার স্বামী রাতে বাড়িতে ছিলেন না। পরে তার দুই সন্তান নিয়ে রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলের। এসময় রাতে দুবৃর্ত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা আমার মুখে গামছা বেঁধে শিশু সন্তানকে নিয়ে কাটা সিঁধ দিয়ে পালিয়ে যায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এই বিষয়ে কেউ এখনো কোনো অভিযোগ দেননি। শিশুটিকে উদ্ধারসহ আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এনটি