কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শ্যামার মোড় এলাকায় ট্রাক্টরের ধাক্কায় সুফিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর দেড়টার দিকে সুফিয়া আলুক্ষেত দেখে বাড়ি ফেরার পথে শ্যামার মোড় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রাসহ স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এফইএস/আরবি