ঢাকা: করোনা সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীতে মাস্ক বিতরণ করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে এ মাস্ক বিতরণ করেন।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ মাস্ক বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ মাহবুবুল হাসান, ইঞ্জিনিয়ার কোবাত হোসেন প্রমুখ।
এ সময় নেতারা বলেন, করোনা মোকাবিলা করতে হলে সাধারণ মানুষের মধ্যে সচেতেনতা বাড়াতে হবে। প্রত্যেকে বাড়ির বাইরে গেলে মাস্ক পড়তে হবে। তারা সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিয়ে সর্বসাধারণকে মাস্ক পড়ার পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এসকে/আরবি