ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে কলেজছাত্র রিয়ন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
রূপগঞ্জে কলেজছাত্র রিয়ন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন রিয়ন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের ছাত্র রাকিবুল ইসলাম রিয়ন (১৭) হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় এ মানববন্ধন করা হয়।

 

মানববন্ধনে সলিমউদ্দিন চৌধুরী কলেজসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকাবাসীসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

মানববন্ধনের আগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য অলিউল্লাহ মীর। সভায় বক্তব্য রাখেন- জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান আফজল, নিগাস সুলতানা, স্থানীয় মহিলালীগ নেত্রী পারভীন আক্তার, শিক্ষক নূর মোহাম্মদ, কলেজ ছাত্র ফাহিম বাদশা, তুহিন, তানভীর মোল্লা, রাসেল মোল্লা, রাকিব মোল্লা, রিয়নের দাদা মো. শাহজাহান প্রমুখ।

গত ২৭ মার্চ জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা দিন দুপুরে কুপিয়ে রিয়নকে হত্যা করেন। এ ঘটনায় রিয়নের মা জোসনা বেগম বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারনামীয় ৪ জন আসামিকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।