ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

জাতীয়

অটিজম সচেতনতা দিবসে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
অটিজম সচেতনতা দিবসে মানববন্ধন মানববন্ধন/ ছবি: শাকিল

ঢাকা: ১৪তম অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন করেছে ‘আপন শিশু বিকাশ ফাউন্ডেশন’। মানববন্ধন শেষে র‌্যালির আয়োজন করে সংগঠনটি।

শুক্রবার (২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট শিশু মনোরোগ বিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিশেষ শিশুদের বিকাশের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে চলেছি। এই শিশুদের বিকাশের জন্য কেবল তাদের অভিভাবকদের এগিয়ে আসলে চলবে না পাশাপাশি সর্বসাধারণকে বুঝতে হবে যে, এসব শিশুদের মধ্যে রয়েছে অনেক মেধা। তাদের মেধা বিকাশের সুযোগ করে দিলে তারা পরিবার দেশ জাতির জন্য অনেক অবদান রাখতে সক্ষম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের মহাসচিব এসএম শামসুল হুদা, ভাইস চেয়ারম্যান জাফর আহমেদ, অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানী, কার্যনির্বাহী সদস্য শারমিন সুলতানা, ডাক্তার মাহফুজ আলম, ডাক্তার জাকারিয়া হাবিব সহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
পিএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।