ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সরকারি ভেটেরিনারি কলেজের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ মহসীন হোসেন (২৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৩ এপ্রিল) দুপুরের দিকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা থেকে ফরিদপুরে মাদকের একটি চালান যাবে— এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে ওই কলেজের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে একটি পিকআপভ্যানের গতিরোধ করালে গাড়িটি ফেলে দৌঁড়ে দু’জন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মহসীন হোসেন নামে এক জনকে আটক করা হয়। পরে পিকআপভ্যানটি থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা। মাদক বহনকারী পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এসআরএস