ঢাকা: রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ভবন থেকে পরে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতরা হলেন- সাব্বির হোসেন (১৭), কামরুজ্জামান (২৪), আশরাফুল হোসেন (২০)।
আহতদের সহকর্মী মো. আমিনুল ইসলাম জানায়, আহত সবার বাড়ি রাজশাহী জেলায়। তারা মালিবাগ শাহী মসজিদের পাশে সিডনি হোমস কোম্পানির একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। আহত তিনজন আট তলা ভবনের বাইরের দিকে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ মাচান ভেঙে নিচে পরে গুরুতর আহত হন তারা। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়।
আমিনুল আরও বলেন, কাজ করার সময় তাদের কোন সেফটি বেল্ট ছিলো না। আর এক মাচানেই তিনজন কাজ করছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত তিনজনের অবস্থা গুরুতর। এর মধ্যে সাব্বিরের অবস্থা আশংকাজনক। তাকে বেসরকারি হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। বাকি দুজনের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এজেডএস/এমআরএ