ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ২৮ ব্যক্তিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
বরিশালে ২৮ ব্যক্তিকে জরিমানা

বরিশাল: বরিশালে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৮ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের নথুল্লাবাদ, চৌমাথা, কাশীপুর এলাকায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় ‘নো-মাস্ক নো-সার্ভিস’  বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বাজার মনিটরিংয়ের লক্ষ্যে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম ও আরাফাত হোসেন।



অভিযানকালে বাজারে আগত লোকদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ ও নিরাপদ শারীরিক দূরত্ব রেখে চলাফেরা এবং মাস্ক ব্যতিত কেউ যাতে কোনো ধরনের সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।  

পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক প্রচারপত্র ‘নো-মাস্ক নো-সার্ভিস’ সংম্বলিত ফেস্টুন এবং দিনমজুর, খেটে খাওয়া মানুষদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ এবং ফ্রি মাস্ক বিতরণ করা হয়।  
অধিকন্তু মাস্ক না পরে ঘোরাফেরা করার মাধ্যমে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ২৮ জন ব্যক্তিকে ৪ হাজার ৩৫০ টাকা  জরিমানা করা হয়।  

অভিযানে আইন-শৃঙখলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের টিম সার্বিক সহযোগিতা দেন।   

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, জনগণকে করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।